তবুও ভালোবাসি

অভিনয়েঃ

বাপ্পী, মাহি, অমিত হাসান, দিতি, সোহেল রানা


কাহিনী সংক্ষেপঃ

পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসার দায়িত্ব নেয়ার আগে বন্ধুর বিয়ের দাওয়াতেগাজীপুর যায় সৎ ও অন্যায়ের প্রতিবাদে মুখর সংগ্রাম। বিয়ে বাড়িতে পরিচয় হয় দুষ্টু মেয়ে সুনয়নার সাথে। সুনয়নার প্রেমে পড়লেও তার বাবার ভয়ে মনের কথা বলতে পারে না সংগ্রাম। সুনয়নার বাবা একদিন অসুস্থ্য হয়ে পড়লে ঔষধ আনতে যায় সংগ্রাম – কিন্তু লাল নামে এক সন্ত্রাসীর ডাকে তখন হরতাল চলছে। হরতালকে উপেক্ষা করে সংগ্রাম, বিরোধে জড়িয়ে পড়ে লালের সাথে। প্রতিশোধ নিতে চায় লাল। এভাবেই এগিয়ে চলে তবুও ভালোবাসি (Tobuo Bhalobashi) চলচ্চিত্র।

বহিঃসংযোগঃ

Popular Posts