বোঝেনা সে বোঝেনা


অভিনয়েঃ 

প্রবীর মিত্র, ফকিরা, অমিত হাসান, আঁচল আখি, রেহানা জলি, বিপাশা কবির, আকাশ খান, 

কাহিনী সংক্ষেপঃ

সিনেমার গল্পে দুটি অভিজাত পরিবারকে দেখানো হয়েছে। একটি মির্জা ও অন্যটি চৌধুরী পরিবার। আঁচল মির্জা পরিবারের মেয়ে। তার তিন ভাইয়ের আদরের ছোট বোন তিনি। অন্যদিকে চৌধুরীর পরিবারের ছেলে কাবিলা তাকে পছন্দ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এ পরিস্থিতিতে আদরের ছোট বোনকে নিয়ে ভাইয়েরা চলে যান এক গ্রামে। সেখানে গ্রামের ছেলে আকাশের সঙ্গে আঁচলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর গল্প মোর নেয় অন্য দিকে।

বহিঃসংযোগঃ 

Popular Posts